
চট্টগ্রামঃ বর্তমান সরকারের নির্বাচন কমিশন দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খোন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘এ জন্য কমিশনের সঙ্গে জড়িতদের বিচার করা হবে’।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের থিয়েটার ইনিস্টিটিউটে মহানগর ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
খোন্দকার মাহবুব বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন নির্বাচনকে একটি প্রহসনে পরিনত করেছে। মানুষকে হত্যা করা হচ্ছে। এই হত্যার জন্য কমিশনের সঙ্গে জড়িতদের বাংলার মাঠিতে বিচার করা হবে। আর দেশের মানুষ একদিন ভোটের অধিকার ফিরে পাবে।’
সরকারের সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে বিএনপি আবার ক্ষমতায় আসবে উল্লেখ করে তিনি বলেন, ‘হাজার হাজার নেতা-কর্মী’র নামে মামলা দিয়ে গুপ্তহত্যা, গুম খুন করে সরকার মনে করেছে বিএনপিকে শেষ করে দিবে’।
বিএনপির এই নেতা বলেন, ‘তারা যদি ভেবে থাকে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য দিয়ে আদালতের ঘাড়ে বন্দুক চাপিয়ে খালেদা জিয়াকে গ্রেফতার করবে তাহলে সেটা তাদের রাজনৈতিক আত্মহত্যার সামিল। ইতিহাস বলে এই দেশে স্বৈরাচার বেশিদিন টেকেনি। এই স্বৈরাচার সরকারও টিকবে না।’
মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্যাহর সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. শাহদাত হোসেন বক্তব্য রাখেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি