‘নির্বাচনী সহিংসতার দায় সরকার ও কমিশনের’

ঢাকা: জাতীয়তাবাদী দল (বিএনপি) দাবি করেছে, ছয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় ১১৩ জন নিহত ও ১০ হাজার মানুষ পঙ্গু হয়েছেন। এর দায় নির্বাচন কমিশন ও সরকারের। নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান শনিবার বিকেলে এ নিয়ে কথা বলেন।
শেষ ধাপের ইউপি নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ জানাতে সেলিমা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিলেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে সেলিমা রহমান আরো বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন নয়। তারা সরকারের হয়ে কাজ করছে। কমিশন স্বাধীন হলে সহিংসতা রোধ করা যেত।’
বিএনপি নেত্রী বলেন, ‘এই ইউপি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে যে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই