
ওয়াশিংটন: নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হতে পারে বলে আশংকা করছেন রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওহিও অঙ্গরাজ্যের কলম্বাসে সোমবার এক র্যালিতে সমর্থকদের উদ্দেশে দেয়া এক বক্তৃতায় তিনি সতর্ক করে বলেন, ‘আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন অনেক অনেক বেশি পক্ষপাতদুষ্ট হতে পারে। আমি ভয় পাচ্ছি, পাতানো নির্বাচন হতে যাচ্ছে। অবশ্য তাৎক্ষণিক ভাবে তিনি এই মন্তব্যের পক্ষে কোন প্রমাণ দেননি।
একইদিন রাতের বেলা ফক্স নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে তিনি নির্বাচনে কারচুপির দাবি করে বলেন, ‘আশা করি রিপাবলিকানরা নিবিড়ভাবে এটি পর্যবেক্ষণ করবে। নতুবা নির্বাচনের ফল আমাদের থেকে ছিনিয়ে নেয়া হবে।
ডোনাল্ড ট্রাম্প অন্য একটি অনুষ্ঠানে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে শয়তান বলে অভিহিত করেন।
এর আগেও তিনি ডেমোক্রেটিক প্রার্থীর মনোনয়ন নির্বাচনে পাতানো খেলার অভিযোগ তুলেছিলেন। তার দাবি, বার্নি স্যান্ডার্সের পরিবর্তে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে প্রার্থী করার জন্য ডেমোক্রেটিক পার্টি সিস্টেম স্থির করে রেখেছিল।
এমনকি চলতি বছরের শুরুতে নিজের দল রিপাবলিকান পার্টির বিরুদ্ধেও তিনি একই অভিযোগ করেন। মনোনয়ন প্রার্থিতার লড়াইয়ে তার অগ্রগতি থামানোর জন্য রিপাবলিকান প্রাইমারিতে কারচুপি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
অনেকের ধারণা, প্রচলিত প্রতিষ্ঠানের প্রতি জনগণের যে অবিশ্বাস রয়েছে তার ফায়দা নেয়ার জন্যই ট্রাম্প এধরনের মন্তব্য করে চলেছেন। সূত্র: বিবিসি, ওয়াল স্ট্রিট জার্নাল
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি