
ঢাকা: আওয়ামী লীগের অধীনে যে কয়টি নির্বাচন হয়েছে সেগুলোতে ভোটার নয় ভোট দিয়েছে পুলিশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ। বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মিডিয়া সেল উদ্বোধন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি। মানুষের সকল অধিকার খর্ব করা হয়েছে। ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কেন্দ্রে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সেখানে পুলিশ ভোট দিয়েছে। আমরা দেখেছি গাইবান্ধায় সাওতাঁল পল্লীতেও পুলিশ আগুন দিয়ে নিরীহ মানুষের ঘর পুড়িয়ে দিয়েছে।’
দেশ এখন পুলিশের রাষ্ট্র হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ এখন পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে। এ অবস্থায় আগামী ২২ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে কী না সেটা নিয়েও সন্দিহান। সরকারী কিছু ব্যক্তি পরিবেশকে বিঘ্ন করার চেষ্টা করছেন। তবে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারলে, ভোট দিতে পারলে, ধানের শীষের বিজয় নিশ্চিত।’
নাসিক নির্বাচনে সেনামোতায়েন জরুরী দাবি করে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েন জরুরী। গত নির্বাচনে বর্তমান আওয়ামী লীগের প্রার্থী সেনা মোতায়েন চেয়েছিল। তখন নির্বাচন কমিশনও সেনা চেয়ে সরকারকে চিঠি দিয়েছিল। কিন্তু সেনা মোতায়েন হয়নি। এবার আবার ওই প্রার্থী সেনা মোতায়েন চাচ্ছেন না। তবে আমরা আশা করি বিজয়ের মাসে জনতার বিজয় ঘটবে।’
এসময় এ.বি.এম মোশাররফ হোসেনকে প্রধান সমন্বয়ক করে নির্বাচন পরিচালনার জন্য মিডিয়া সেল খোলা হয়। মিডিয়া সেলের অন্যান্য সদস্যরা হলেন, সায়রুল কবির খান, সাংবাদিক এম.আর কামাল ও রুহুল আমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, এড. তৈমুর আলম খন্দকার, কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ.বি.এম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক- শহীদুল ইসলাম বাবুল ও সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এড. আবুল কালাম, সাবেক এম.পি মুহাঃ গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির নেতা ওমর ফারুক সাকিন, আবু বক্কর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, বিল্লাল হোসেন তারেক, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিসুল ইসলাম সানি, নগর বিএনপির সাধারণ সম্পাদক এ.টি.এম কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান, গোলাম ফারুক খোকন, সভাপতি-রূপগঞ্জ থানা যুবদল।
সম্পাদনা: ইয়াসিন