
ওয়াশিংটন: ২০১৬ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের এবং সাইবার হামলার অভিযোগে রাশিয়ার ১৯ জন ব্যক্তি, গোয়েন্দা সংস্থাসহ ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।
বৃহস্পতিবার ট্রেজারি ডিপার্টমেন্টের সেক্রেটারি স্টিভ মানুচিন জানান, রুশ সরকারী কর্মকর্তা এবং অলিগার্কদের(ধনী ব্যবসায়ী) বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে ঠিক কখন থেকে এই নিষেধাজ্ঞা জারি হবে তার সুনির্দিষ্ট কোন সময় তিনি উল্লেখ করেননি।
এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে ট্রাম্প প্রশাসন রাশিয়ার ক্ষতিকর সাইবার কর্মকাণ্ড মোকাবেলা করছে।এছাড়া সাইবার হামলার মাধ্যমে মার্কিন নির্বাচনে রাশিয়ার অযাচিত হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ তদন্ত করছে।
উল্লেখ্য, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত করার জন্য হ্যাকিং, প্রচারণার মাধ্যমে রাশিয়া যে হস্তক্ষেপের চেষ্টা করেছিল সেই বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির কোন দ্বিধা নেই। যদিও রাশিয়া বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করার জন্য নিযুক্ত বিশেষ উপদেষ্টা রবার্ট মূলার ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার ১৩ জন ব্যক্তি এবং ৩ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় অপরাধমূলক কর্মকাণ্ড এবং গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত তারা।
অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত রাশিয়ানরা অনলাইনে মিথ্যা পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে দিয়েছে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ভ্রমণ করেছে এবং আমেরিকান সেজে রাজনৈতিক র্যালিতে অংশগ্রহণ করেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গ্রন্থনা: ফারহানা করিম