
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে নির্মাণাধীন বাড়ির নিরাপত্তা দেয়াল (বাউন্ডারি ওয়াল) ধসে আফসানা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলবি (৮) ও রিনা (১১) নামে আরো দুই শিশু আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে রায়পুরের সাইছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফসানা উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকার রিকশা চালক দুলাল মিয়ার মেয়ে। তারা খেজুরতলা এলাকায় একটি টিনশেডের বাড়িতে ভাড়া থাকতো।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের মা রোকেয়া বেগমের বরাত দিয়ে ওসি জানান, আফছানাসহ কয়েক শিশু বাসার সামনে খেলা করছিল। এক পর্যায়ে বামনী ইউনিয়নের সাইছা গ্রামের মুসলিম উদ্দিনের নির্মাণাধীন বাড়ির নিরাপত্তা দেয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে আফসানার মৃত্যু হয়। আহত হয় আলবি ও রিনা। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ