নির্মাতা আশুতোষ সুজনের বিবাহোত্তর সংবর্ধনা

ঢাকা: বিয়ে করলেন নির্মাতা আশুতোষ সুজন। দীর্ঘ এক বছর প্রেমের পর দু’জনে বিয়ের কাজটি সেরেছেন গত মাসে। আর রোববার সম্পন্ন হলো তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
রোববার রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। সুজন-মৃত্তিকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাশিল্পী আনিসুল হক, কবি অসীম সাহা, বিজ্ঞপন নির্মাতা মাহামুদুল ইসলাম রনি, মডেল ও অভিনেত্রী তিশা সহ আরো অনেকে।
নির্মাতা সুজন জানান, মৃত্তিকা কবি নির্মলেন্দু গুণের কন্যা। লেখালেখিসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত সে। পরিচয় বেশ আগে থেকে হলেও দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক বছর আগে। গত ৭ এপ্রিল পারিবারিকভাবেই বিয়ে করি আমারা।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই