
চুয়াডাঙ্গা: পৌরএলাকার ইসলাম পাড়ায় ধারের টাকা পরিশোধ করতে না পেরে প্রতিবেশীদের হাতে নির্যাতিত গৃহবধু কমলা খাতুন (২৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত কমলা সদর উপজেলার ফরজ আলীর স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, এই ব্যাপারে নিহতের স্বামী ফরজ আলী থানায় অভিযোগ করেছে। নিহতের লাশ বৃহস্পতিবার ময়নাতদন্ত করা হবে।
এলাকাবাসী জানায়, কমলা খাতুন প্রতিবেশী আঙ্গুরা খাতুনের কাছ থেকে কিছু টাকা ধার নেয়। এই টাকা পরিশোধ করতে না পারায় খুব মানসিক চাপে ছিল কমলা। বুধবার বিকেলে কমলা খাতুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আঙ্গুরা খাতুন। এরপর টাকা পরিশোধের জন্য তার উপর চাপ প্রয়োগ করে। কমলা টাকা পরিশোধের সময় চায়, এতে আঙ্গুরা ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে কমলাকে আটক করে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। এই ঘটনার পর কমলা বাড়ি ফিরে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের স্বামী ফরজ আলী জানায়, ধারের টাকা পরিশোধ করতে না পারায় আঙ্গুরা ও তার লোকজন স্ত্রী কমলাকে মানসিক ও শারীরিক নির্যাতন করায় লজ্জায় আত্মহত্যা করেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ