
ওয়াশিংটন: ডোপ টেস্টে ব্যর্থ রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভাকে টেনিস কোর্টে ২ বছরের জন্য নিষিদ্ধ করা সত্ত্বেও তার স্পনসরশিপ অব্যাহত রাখবে বলে জানিয়েছে নাইকি।
মার্কিন ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি বুধবার জানায়, আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)’র ট্রাইব্যুনালের তদন্তে দেখা গেছে, মারিয়া শারাপোভা ইচ্ছাকৃতভাবে সংস্থাটির নিয়ম লঙ্গন করেন নি।
কোম্পানিটি আরও জানায়, শারাপোভা সবসময় নিজের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। এখন এই দীর্ঘ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন। আইটিএফ এর তথ্যের উপর ভিত্তি করে আমরা আদালতে শারাপোভাকে সমর্থন করবো এবং তার সঙ্গে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখবো।
অবশ্য চলতি বছরের মার্চে রুশ টেনিস কন্যা যখন নিষিদ্ধ ঘোষিত ড্রাগ মেলডোনিয়াম গ্রহণের কথা স্বীকার করেন, তখন তাৎক্ষনিকভাবে নাইকি মারিয়ার সঙ্গে তাদের স্পন্সরশিপ স্থগিত করার ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা এই বিষয়ে আইটিএফ এর তদন্ত পর্যবেক্ষণ করবে।
মারিয়া শারাপোভা যখন মাত্র ১১ বছরের বালিকা তখন থেকেই নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। ২০১০ সালে প্রতিষ্ঠানটির সঙ্গে ৭০ মিলিয়ন ডলারের ৮ বছরের নতুন একটি চুক্তি করেন তিনি।
৫ বারের গ্র্যান্ডস্লাম জয়ী শারাপোভা আইটিএফ এর সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘এমনকি আইটিএফ ট্রাইব্যুনাল পর্যন্ত স্বীকার করেছে আমি ইচ্ছাকৃতভাবে এই অপরাধ করিনি। তারপরও দুই বছর নিষিদ্ধ করা অন্যায়ভাবে কঠোর শাস্তি।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জানুয়ারি হৃদরোগের ওষুধ মেলডোনিয়াম টেনিসে নিষিদ্ধ ড্রাগের তালিকাভুক্ত হয়।
এদিকে টেনিস র্যাকেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেড জানায়, আইটিএফ ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার উপর ভিত্তি করে মারিয়া শারাপোভাকে নিষিদ্ধ করেছে। প্রতিষ্ঠানটি তার পাশে থাকার অঙ্গীকার করে। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই