
পঞ্চগড়: মুক্তিযুদ্ধে ব্যবহৃত পঞ্চগড়ে উদ্ধার হওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় শহরের করতোয়া নদীর বালুচরে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী একটি দল।
বিস্ফোরণ ঘটিয়ে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় বোমা নিষ্ক্রিয় দলের নেতৃত্ব দেন রংপুর সেনানিবাসের ক্যাপ্টেন হিশাম মো. শফিক।
পুলিশ জানায়, ওই মর্টার শেলটি ১৯৭১ সালে যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে। গত ৮ এপ্রিল পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার চাওয়াই নদীর গোয়ালপাড়া ঘাটে মাটি খুড়তে গিয়ে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি খুঁজে পায় স্থানীয় স্কুল শিক্ষার্থী সাকিমুল (১২) ও শাকিল (১৪)। পরে পুলিশকে খবর দেয়া হলে পঞ্চগড় সদর থানার এস আই নয়ন শাহা পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, পঞ্চগড়ের অমরখানায় পাক সেনাদের শক্ত ঘাটি ছিল। চাওয়াই নদীর ওপার থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর সঙ্গে পাকসেনাদের বার বার যুদ্ধ সংঘঠিত হয়। নিষ্ক্রিয় করা মর্টারটি যুদ্ধের সময় ওই এলাকায় ব্যবহৃত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই