
ইকমার্স সাইট নিসর্গ মার্টের সঙ্গে আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই ঢাকা ওয়েষ্ট এর একটি চুক্তিসাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুন রাজধানীর একটি হোটেলে উক্ত চুক্তিটি সাক্ষরিত হয়। চুক্তিসাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েষ্ট এর প্রেসিডেন্ট ত্বহা ইয়াসিন রমাদান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল, নিসর্গ মার্ট এর সিইও তাসনিম তারান্নুম, ম্যানেজার একে আজাদ রাফি।
চুক্তি অনুসারে জেসিআই বাংলাদেশ এর সমস্ত সদস্যরা উক্ত ই-কমার্স থেকে কেনাকাটায় একটি বিশেষ ছাড় এবং অগ্রাধিকার পেতে যাচ্ছে।
উল্লেখ্য, জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি আন্তর্জাতিক সংগঠন, যারা সমাজে সক্রিয় থেকে সমাজকে মানসম্মত করতে ও বদলে দিতে বিশেষ ভূমিকা রাখে। অপরদিকে নিসর্গ মার্ট ইকমার্স অনলাইনে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্রের এক বৈচিত্র্যময় সমাহার।