
ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ‘নিস শহরে ট্রাক হামলার পর আহতদের মধ্যে ৫০ জনের অবস্থা আশংকাজনক; তারা জীবন-মৃত্যুর মাঝামাঝি রয়েছে।’
নিস শহরের একটি হাসপাতালে এক সংবাদ সম্মেলনে ফ্রাঁসোয়া ওলাঁদ আরো বলেন, ‘শুক্রবার রাতের এ ঘটনায় এখন পর্যন্ত ৮৪ জন মারা গেছে।’ তিনি জানান, হতাহতদের মধ্যে বহু বিদেশি নাগরিক ও শিশু রয়েছে।
ওলাঁদ বলেন, ‘হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রতিটি মহাদেশের নাগরিক। আমরা এমন শত্রুর মোকাবেলা করছি যারা যে কোনো স্বাধীন দেশে হামলা চালাতে পারে। তবে ফ্রান্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে সজাগ রয়েছে।
নিহতদের মধ্যে ১০ জন শিশু-কিশোর রয়েছেন। তার আগে প্রেসিডেন্ট ওলাঁদ বলেছেন, ‘এ হামলা দেখে অস্বীকার উপায় নেই যে এটি সন্ত্রাসবাদী তৎপরতা।’
শুক্রবার রাতে এক উগ্রবাদি একটি দ্রুতগতির ট্রাক নিয়ে ফ্রান্সের জাতীয় দিবসের সমাবেশে ঢুকিয়ে যায়। প্রায় দুই কিলোমিটার দীর্ঘপথে সমাবেশে যোগ দেয়া লোকজনকে চাপা দেয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে