
ঢাকা: র্যাবের অভিযানে নব্য জেএমবি মূল অর্থ জোগানদাতা আব্দুর রহমানের স্ত্রী শাহনাজ আক্তার রুমিকে হেফাজতে নিয়েছে র্যাব। তার পাঁচ দিনের রিমান্ড চলছিল। এ অবস্থায় তিন দিনের মাথায় তাকে হেফাজতে নিলো র্যাব।
এছাড়া মামলার তদন্তভারও র্যাবের কাছে হস্তান্তর করেছে আশুলিয়া থানা পুলিশ। র্যাব সদর দপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্তভার এবং দুই সন্তান সহ রুমিকে র্যাবে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোরশেদ আলী মোল্লা নতুন তদন্তকারী অফিসার র্যাব -৪ এর নবীনগর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার উনুমং এর নেতৃত্বাধীন একটি দলের কাছে রুমিকে হস্তান্তর করেন।
যানা যায়, তদন্ত শেষে তদন্ত রিপোর্ট ও রুমিসহ সন্তানদের পূনরায় থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা, অস্ত্র, বিস্ফোরকসহ তিন সন্তান ও রুমি কে আটক করে র্যাব। এ অভিযানে নব্য জেএমবি নেতা ও মূল অর্থ জোগান দাতা আব্দুর রহমান মারা যান ।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব