
মিউনিখ: জার্মানির মিউনিখের এক শপিং সেন্টারে ১০ জনকে হত্যা ও ৬ জনকে আহত করার ঘটনায় হামলাকারী একাই হামলা করেছে বলে জানিয়েছে জার্মান পুলিশ। হামলার পর সে নিজেও আত্মহত্যা করে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
হামলাকারী ১৮ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক। তবে হামলার মোটিভ বা মূল উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে জার্মানির পুলিশ। এর আগে হামলাকারী তিনজন ছিল- এমন তথ্যের উপর ভিত্তি করে ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ।
শনিবার সকালে মিউনিখের পুলিশ প্রধান হুবারটাস অ্যান্ড্রাই এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামলাকারী পুলিশের পরিচিত ছিল না। এছাড়া ওই হামলাকারীর সাথে কোন সন্ত্রাসী গ্রুপের সংযোগের বিষয়ও জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
অ্যান্ড্রাই জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে, দুই ব্যক্তি হামলার সময় দ্রুতগতিতে একটি কার নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ফলে মনে করা হয়েছিল যে হামলাকারী তিনজন। কিন্তু পরে নিশ্চিত হওয়া গেছে যে তারা হামলার সাথে জড়িত নয়।
জার্মানির মিউনিখে শুক্রবার অলিম্পিয়া শপিং সেন্টারে অতর্কিতে হামলা করে ইরানি বংশোদ্ভূত ওই হামলাকারী। এতে ১০ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। পরে শপিং সেন্টারটির এক কিলোমিটার দূরে মোসাক এলাকায় হামলাকারীর মৃতদেহ পাওয়া যায়। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই