নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ

ঢাকা: শনিবার গাজীপুরের পাতারটেকে জঙ্গি আস্তানায় পুলিশের অপারেশনে নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ। একই সঙ্গে জনগণের কাছে নিহত জঙ্গিদের প্রকৃত পরিচয় জানতে চাওয়া হয়েছে।
রোববার রাত ১১ টা ২০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেইজ ডিএমপি নিউজ পোর্টালে ছবিগুলো পোস্ট করে তাদের পরিচয় জানতে চাওয়া হয়।
পোস্টে ডিএমপি জানায়, জঙ্গি অভিযান ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে আমরা দেখেছি যে জঙ্গিরা বিভিন্ন সময়ে ও বিভিন্ন স্থানে একাধিক ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে থাকে। তদন্তের স্বার্থে তাদের প্রকৃত পরিচয় জানা জরুরি। যদি কেউ তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে জানেন তাহলে ডিএমপির ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
নিউজনেক্সটবিডি.কম/পিএ