
প্যারিস: ফ্রান্সের নিস শহরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও ফরাসি দৈনিক নিস মাটিন। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের জাতীয় দিবস বাস্তিল ডে’ উদযাপনের একটি অনুষ্ঠানে ওই হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন।
সমুদ্র সৈকতে বাস্তিল ডে’র একটি আতশবাজি অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষের উপর একটি লরি তুলে দেয় তার চালক। এতে হতাহতের ঘটনাটি ঘটেছে। হামলাকারী চালকের নাম মোহাম্মদ লাহৌআইয়েজ বুহলেল।
তবে সে তিউনিশিয়ার বংশোদ্ভূত ফরাসি নাগরিক বলে জানা গেছে। ফরাসি পুলিশের খাতায় হামলাকারী আইন-শৃঙ্খলা লঙ্গনজনিত একজন অপরাধী হিসেবে তালিকাভূক্ত ছিল। তবে গোয়েন্দাদের কাছে তার বিষেয়ে কোনো তথ্য ছিল না।
লরি হামলার পর পুলিশ তাকে গুলি করে হত্যার আগে সে পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলে এএফপির খবরে বলা হয়। তদন্তকারীদের সাথে ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানায়, হামলায় ব্যবহৃত সাদা লরিটির ভেতরে একটি অকার্যকর গ্রেনেড ও কয়েকটি নকল রাইফেল পাওয়া গেছে।
হামলাকারী গাড়িটি ভাড়া নিয়ে হামলায় ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। এখনো কোন গ্রুপ নিস হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস সমর্থকেরা যেভাবে ওই হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উচ্ছ্বাস প্রকাশ করছে এতে ধরে নেয়া হচ্ছে যে হামলাটি আইএসই করেছে।
হাতহতদের আত্মীয় স্বজনেরা নিস শহরের পাস্তুর হাসপাতালের একটি রুমো জড়ো হয়েছেন। গত ১৮ মাসে এটি ফ্রান্সে তৃতীয় বড় ধরনের হামলা। ওই হামলার পর আইএস ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।
দেশটিতে চলমান জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে আরো তিনমাস। গত বছর প্যারিসে একটি কনসার্ট হলে হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ওই জরুরি অবস্থা জারি করা হয়। ২৬ জুলাই শেষ হওয়ার কথা ছিল জরুরি অবস্থা। তবে সেটি এখন আরো তিনমাস চলবে।
এদিকে ফ্রান্সে নয়া সন্ত্রাসী হামলার নিন্দা অব্যাহত রয়েছে। সর্বশেষ রাশিয়া ও জাপান এই হামলার নিন্দা জানিয়েছে। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব ফ্রান্সের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে একে অসহনীয় হামলা হিসেবে অভিহিত করেছেন। সূত্র: বিবিসি, এনডিটিভি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই