
ঢাকা: বিকাল চারটা ৩১ মিনিট। স্থান সোহরাওয়ার্দী উদ্যান। পাকিস্তান সেনাবাহিনীর উর্দি পরা অধিনায়ক আমির আবদুল্লাহ খান নিয়াজী প্রাণ বাঁচাতে কাঁপা কাঁপা হাতে আত্মসমর্পণের দলিল তুলে দিলেন ভারতীয় মিত্র বাহিনীর অধিনায়ক জগজিত সিং অরোরার হাতে।
এর আগে সই হয় আত্মসমর্পণের দলিল। জয় বাংলার গগণবিদারি স্লোগানে আত্মপ্রকাশ ঘটে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের।
৪৫ বছর আগের সেই দিনটি, সেই মুহূর্তটি কেমন ছিল? এই প্রজন্মের জানার কথা নয়। টেলিভিশনে দেখে আর কতটা বোঝা যায়? তাই এখনকার আগ্রহী মানুষদের কাছে এটা তুলে ধরার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের সময়কার সেক্টর কমান্ডারদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম। আত্মসমর্পণের এই মুহূর্তটি অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। ছবি: জীবন আহমেদ
আত্মসমর্পণের পূর্বে পাকিস্তান সেনাবাহিনীর উর্দি পরা অধিনায়ক আমির আবদুল্লাহ খান নিয়াজী ও ভারতীয় মিত্র বাহিনীর অধিনায়ক জগজিত সিং অরোরা দাড়িঁয়ে আছেন।
পাকিস্তানি সেনা অফিসার আমির আবদুল্লাহ খান নিয়াজী আত্মসমর্পণের পূর্বে ভারতীয় মিত্র বাহিনীর অধিনায়ক জগজিত সিং অরোরার সঙ্গে কথা বলছেন।
আত্মসমর্পণের দলিল পড়ে দেখছেন পাকিস্তান সেনাবাহিনীর উর্দি পরা অধিনায়ক আমির আবদুল্লাহ খান নিয়াজী। পাশে বসা ভারতীয় মিত্র বাহিনীর অধিনায়ক জগজিত সিং অরোরা।
আত্মসমর্পণ দলিলে সই করছেন পাকিস্তান সেনাবাহিনীর উর্দি পরা অধিনায়ক আমির আবদুল্লাহ খান নিয়াজী।
পাকিস্তান সেনাবাহিনীর উর্দি পরা অধিনায়ক আমির আবদুল্লাহ খান নিয়াজী আত্মসমর্পণের পর ভারতীয় মিত্র বাহিনীর অধিনায়ক জগজিত সিং অরোরার হাতে অস্ত্র সমর্পণ করছেন।
আত্মসমর্পণের পর মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন পাকিস্তান সেনাবাহিনীর উর্দি পরা অধিনায়ক আমির আবদুল্লাহ খান নিয়াজী।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ