নতুন সিনেমায় জয়া

ঢাকা: অভিনেত্রী জয়া আহসান দুই বাংলাতেই সমান জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সমানতালে তিনি কাজ করে যাচ্ছেন ঢালিউড এবং টালিউডের ছবিতে। কলকাতায় তার অভিনীত ‘রাজাকাহিনি’ ছবির পর, ঢাকায় জয়ার ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবিটিও ভালো প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।
‘নির্মাতা নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতেও কাজ করছেন জয়া। তবে সেটি এখনো নির্মাণাধীন
সাফল্যের ধারাবাহিকতায় সম্প্রতি জয়া আহসান চুক্তিবদ্ধ হয়েছেন নতুন আরো একটি ছবিতে। নুরুল আলম আতিক পরিচালিত ছবিটির নাম ‘পেয়ারার সুবাস’। ছবিটি প্রযোজনা করছে আলফা-আই প্রডাকশন।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার থেকে ছবির শুটিং শুরু হবে। জয়া ছাড়াও ছবিতে অভিনয় করবেন তারিক আনাম খান। বাকি শিল্পীদের নাম ঘোষণা হবে খুব শিগগির।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস