
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাসব্যাপী শ্রদ্ধাঞ্জলি ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় ১৫ আগস্ট বিকেল ৫টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে লিয়াকত আলী লাকী এর গ্রহন্থা ও নির্দেশনায় মুজিবুর রহমান এর জীবন ও স্বপ্ন-সংগ্রাম ভিত্তিক নৃত্যালেখ্য ‘মুজিব মানে মুক্তি’ মঞ্চস্থ হয়। ভাষা আন্দোলন থেকে ৬ দফা, ১১ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলার পর মহাকাব্যিক ৭মার্চ এবং এর ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ-পরবর্তী ঘটনাবলি ফুটে উঠে এই নৃত্যালেখ্যে।
এরপর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব জনাব মাহবুব আহমেদ। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি নির্মলেন্দু গুণ।
আলোচনা শেষে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশ করে ঢাকা সাংস্কৃতিক দল ‘ধন্য মুজিব ধন্য’ এবং ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ’ দুঃখিনী বাংলা জননী বাংলা এবং সাড়ে সাত কোটি মানুষের গানের কথায় সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি নৃত্যদল, ওয়ার্দা রিহাব এর পরিচালনায় ‘যতদিন রবে পদ্মা মেঘনা’ নৃত্যনাট্য পরিবেশন করে ধৃতি নর্ত্তনালয়, এবং কবি নির্মলেন্দু গুণের ‘সেই রাত্রির কল্পকাহিনী’ শিল্পী ডালিয়া আহমেদ এবং অটিস্টিক শিশুদের পরিবেশনা।
নিউজনেক্সটবিডি ডটকম/শিপন