
ডেস্ক: বয়স মাত্র ২৪ বছর ৮০ দিন। এর মধ্যেই কিনা ব্রাজিলের জার্সিতে ছুঁয়ে ফেললেন গোলের ‘হাফসেঞ্চুরি’। লাতিন আমেরিকার কথা বাদ দিন, এত কম বয়সে এই রেকর্ড নেই ইউরোপের কোনো খেলোয়াড়েরও। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কোথায় থমাবেন নেইমার?
উত্তরটা দেয়া সহজ নয়। এমন করে গোল করলে কি সহজে উত্তর দেয়া যায়! কিন্তু অনুমান করা নিশ্চয়ই কঠিন নয়। ব্রাজিল তারকা ছাড়িয়ে যেতে পারেন সেলেসাওদের জার্সিতে সর্বোচ্চ গোলধারী কিংবদন্তি পেলেকেও।
বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় বেলে হোরিজোন্তের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল। বিরতির ঠিক আগে গ্যাব্রিয়েল জেসুসের বাড়ানো বল দারুন ফিনিশিংয়ে আর্জেন্টাইনদের জালে পুড়ে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। হলুদ জার্সিতে চতুর্থ খেলোয়াড় হিসেবে ৭৪ খেলায় রেকর্ডটি করেন নেইমার।
এর আগে ব্রাজিলের হয়ে এমন মাইলফলক স্পর্শকারীরা শুধু সেলেসাওদের ইতিহাসেই নয়, কিংবদন্তি হয়ে আছেন পুরো ফুটবল দুনিয়ার কাছে। ৭০ খেলায় ৫৫ গোল করে নেইমারের ঠিক সামনে আছেন রোমারিও। ১৯৯৪ সালের বিশ^কাপ জয়ীর আগে অবস্থান করছেন আরেক কিংবদন্তি ‘ফেনোমেনন’ রোনাল্ডো। ৯৮ খেলায় ৬২ গোল করেন তিনি। ৯১ খেলায় ৭৭ গোল করে সবার উপরে আছেন ফুটবল সম্রাট পেলে। ব্রাজিলিয়ান গ্রেটকে ছাড়িয়ে যেতে নেইমারের দরকার আর মাত্র ২৮ টি গোল। সূত্র: সুপার স্পোর্টস
সম্পাদনা: জাহিদ