
ডেস্কঃ ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু অনন্য। তিনিই প্রথম আঁচ করতে পেরেছিলেন ব্রিটিশদের গঠন করে দেয়া জাতীয় কংগ্রেসের অভ্যন্তরীন দূষন, মাটি ও মানুষের মুক্তির জন্য অপর্যাপ্ত দলীয় স্পৃহা। অভ্যন্তরীন কোন্দলের স্বীকার হয়ে, ১৯৩৯ সালের ২৯ এপ্রিল মোহনদাস কে. গান্ধীর হাতে প্রেসিডেন্সি তুলে দিয়ে একই বছরের আজকের দিনে (২২ জুন) নেতাজী গঠন করেন ফরোয়ার্ড ব্লক।
যদিও ৩ মে কলকাতায় একটি র্যালিতে দল গঠনের ঘোষনা দেয়া হয়, পরবর্তীতে সংগঠনটি ২২ জুন দিনটিকেই দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষনা করে। শ্রেণী সংগ্রামে বিশ্বাসী বামপন্থী দল হিসেবে আত্মপ্রকাশ করে ফরোয়ার্ড ব্লক।
১৯৪৭ সালের পর পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেলেও, ভারতের স্বাধীনতার পেছনে অন্ত্যতম মূখ্য ভূমিকা রেখেছিল ফরোয়ার্ড ব্লকের ১৯৪০ সালের নাগপুর কনফারেন্স। এ অধিবেশনে নেতাজী ভারতের স্বাধীনতা অর্জনে করনীয় বিষয়াদির নীল নক্সা উপস্থাপন করেন। এছাড়া নেতাজি দলের নামে একটি সাপ্তাহিক পত্রিকাও সম্পাদনা করতেন নিয়মিত, যার সূত্রে স্বাধীনতাকামী সর্ব-সাধারণের মধ্যে একটি সংঘবদ্ধ সংযোগ সৃষ্টির প্রয়াস পরিলক্ষিত হয়।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস