
ঢাকা: নেতাদের নয়, ভোটারদের কাছে যেতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পথসভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “নেতাদের খুশি না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। ভোটারদের কাছে যান। ছোট ছোট দল গঠন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন আদায় করুন। অতীতে কী হয়েছে, তা নিয়ে ঘাঁটাঘাঁটি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
তিনি আরো বলেন, “অন্যায়কারীকে কখনোই ছাড় দেয়া হবে না। দলীয় সভানেত্রী আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, মেধা ও প্রজ্ঞা দিয়ে আমি তা যথাযথভাবে পালন করতে চেষ্টা করবো।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এসময় ওবায়দুল কাদেরকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পথসভায় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের