
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকা।
শনিবার সকাল থেকে দেশের বিভাগীয় শহর, জেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চল থেকে আগত নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন টিসসি রাজু ভাস্কর্য থেকে শুরু করে দোয়েল চত্বর পর্যন্ত।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা মহানগর কমিটি ছাড়াও আশে পাশের এলাকা, বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামীলীগ কর্মীরা মিছিল নিয়ে টিএসসিতে সমবেত হচ্ছেন।
রাজধানীর সবুজবাগ থেকে আগত আওয়ামীলীগ কর্মী শামীম ইসলাম নিউজনেক্সট বিডি ডটকমকে বলেন, এই জাতীয় সম্মেলন আমাদের দলকে নতুন নেতৃত্ব এনে দিবে, আমাদের সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে আমি আশাবাদী।
রাজু ভাস্কর্য চত্বরে কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, সকাল সাতটা থেকেই তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছেন। কিন্তু প্রচন্ড তাপ ও ভেতরে প্রচুর লোক সমাগম হওয়ায় গরম সহ্য করতে না পেরেই বাইরে এসে তারা একটু ঘোরাঘুরি করছেন।
এদিকে জাতীয় সম্মেলন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর ১৪টি পয়েন্টে যান চলাচল শিথিল করায় সকাল থেকেই দূর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। এছাড়াও অন্যান্য রাস্তায় যান চলাচল বেড়ে যাওয়ায় যানজটও জনদূর্ভোগের অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে।
প্রতিবেদক: এম.রেজাউল করিম, সম্পাদনা: প্রণব