
ঢাকা: একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক আসক আলীসহ পাঁচ আসামির বিরুদ্ধে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার জন্য ৩ অক্টোবর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।
এই মামলার আসামি আসক আলী (৯০) ছাড়া অন্যান্য আসামিরা হলেন, মো. শাহনেওয়াজ (৯০), মো আজিজুর রহমান (৭০) রমজান আলী (৭৮) ও খলিলুর রহমান (৭২)।
রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গত রোববার আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন, প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও রেজিয়া সুলতানা চমন। মামলার শুনানির সময় গ্রেফতারকৃত চার জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
এর আগে গত ১২ এপ্রিল ট্রাইব্যুনাল পাঁচ আসামির প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পাঁচ আসামির মধ্যে চারজনকে গ্রেফতার করতে পারলেও অপর আসামি খলিলুর রহমান (৭২) পলাতক রয়েছেন। আটক চারজনই কারাগারে রয়েছেন।
আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে। দুর্গাপুর থানা পুলিশের সহায়তায় নেত্রকোনা ডিবি পুলিশ গত ১২ এপ্রিল মঙ্গলবার দুপুরে আসামিদের তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এমএস