
ঢাকা: ঘরের মাটিতে না পারলেও নেপালে চমক দেখাচ্ছেন শাটলাররা। অপরার সৌন্দর্য্যরে লীলাভূমি নেপালে শুরু হওয়া ওপেন ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন এলিনা-শাপলারা। আজ মহিলা দ্বৈতে এলিনা ও শাপলা, মিশ্র দ্বৈতে এলিনা ও সালমান এবং এনাম ও শাপলা জুটি শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে পুরুষ একক ও দ্বৈত বিভাগের খেলায় হতাশা উপহার দিয়েছেন সালমান-তুষাররা।
আজ সকালে মহিলা দ্বৈতের কোয়ার্টার ফাইনালে এলিনা ও শাপলা সরাসরি ২-০ সেটে পরাস্ত করেন স্বাগতিক নেপালের জুটিকে। মিশ্র দ্বৈতেও চমক দেখিয়েছেন এলিনা-শাপলা। এলিনা ও সালমান মিশ্র দ্বৈতের খেলায় ভারতীয় প্রতিপক্ষকে ২-০ সেটে পরাস্ত করে শেষ চার নিশ্চিত করেছেন। আর এনামের সাথে জুটি গড়ে শাপলা আক্তারও পৌঁছে গেছেন মিশ্র দ্বৈতের সেমি ফাইনালে। তারা কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে ভারতীয় জুটিকে ধরাশায়ী করেছেন ২-১ ব্যবধানে। আগামিকাল শুক্রবার শেষ চারের লড়াইয়ে বাংলাদেশী শাটলারদের প্রতিপক্ষ ভারতীয় শাটলাররা।
মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈতে সফলতা দেখালে পুরুষ একক ও দ্বৈত বিভাগে হতাশ করেছেন বাংলাদেশি শাটলাররা। কোয়ার্টার ফাইনালে পুরুষ এককে সালমান ২-০ সেটে হেরেছেন ভিয়েতনামের কাছে। আর পুরুষ দ্বৈতের কোয়ার্টার ফাইনালে তুষার ও সালমান জুটি ২-০ সেটে হেরেছে ভারতের কাছে।
প্রতিবেদন: কবির, প্রকাশ: তুহিন