
ঢাকা: সামরিক শাসনামলে জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল করে নৌ-বাহিনী সংক্রান্ত নতুন একটি আইন ‘নেভি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬’ করার প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়েছে।
দশম সংসদের একাদশ অধিবেশনে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।
গত ২৬ এপ্রিল বিলটি সংসদে তোলার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৯৬১ সালের নেভি অর্ডিন্যান্স সংশোধনের জন্য ১৯৭৬, ১৯৭৭ ও ১৯৮৬ সালের তিনটি অধ্যাদেশ জারি করা হয়।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সামরিক আমলে জারি করা বিভিন্ন অধ্যাদেশ বাতিল হয়ে গেলে অধ্যাদেশগুলোর কার্যকারিতা বহাল রাখতে নতুন আইন করার উদ্যোগ নেয় সরকার।
আইনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘অধ্যাদেশত্রয়ের কার্যকারিতা জনস্বার্থে বহাল ও অক্ষুণ্ন রাখার লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করা প্রয়োজন। এ লক্ষ্যে অধ্যাদেশ সমন্বিত করে একটি বিল প্রণয়ন করা হয়েছে। বিলের ওপরে বিরোধী দলের কয়েকজন সদস্য সংশোধনীর প্রস্তাব দিলে কণ্ঠভোটে তা নাকচ হয়।’
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/এসআই