Wednesday, July 6th, 2022
নৌবাহিনীর কমিশন্ড অফিসার পদে নিয়োগ
August 22nd, 2016 at 8:05 am
নৌবাহিনীর কমিশন্ড অফিসার পদে নিয়োগ

ডেস্ক: কমিশন্ড অফিসার [২০১৭-এ ডিইও ব্যাচ] পদে, ভলান্টিয়ার রিজার্ভ কমিশন, এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল এবং শিক্ষা শাখায় নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী।

আবেদনের শেষ সময় ও বয়স:

২৫ সেপ্টেম্বর, ২০১৬। ১ জানুয়ারি, ২০১৭ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর এর মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

 এক্সিকিউটিভ শাখা: এই পদের প্রার্থীদের পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে অন্তর্ভুক্তিসহ স্নাতক অথবা পদার্থবিদ্যা/ গণিত/রসায়ন/কম্পিউটার সায়েন্স/অ্যাপ্লাইড ফিজিকস/অ্যাপ্লাইড ফিজিকস ও তড়িৎবিদ্যা/ অ্যাপ্লাইড কেমিস্ট্রি/ সমুদ্রবিজ্ঞান/নটিক্যাল বিষয়ে সম্মান পাস হতে হবে।

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নূ্যনতম জিপিএ ৪ এবং স্নাতক বা সম্মান পরীক্ষায় জিপিএ ২.৫ বা দ্বিতীয় শ্রেণি পেয়ে উত্তীর্ণ হতে হবে।

ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা: স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিটেকচার/ মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকরা এ পদে আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নূ্যনতম জিপিএ ৪ এবং স্নাতক বা সম্মান পরীক্ষায় সিজিপিএ ২.৫ বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

শিক্ষা শাখা [সাধারণ]: এই পদের প্রার্থীদের যে কোনো বিষয়ে সম্মান বা সম্মানসহ মাস্টার্স পাস হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ এবং সম্মান বা মাস্টার্স পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.৫ বা দ্বিতীয় শ্রেণি পেয়ে উত্তীর্ণ হতে হবে।

শিক্ষা শাখা [বিবিএ/এমবিএ]: ফিন্যান্স/অ্যাকাউন্টিং/ ম্যানেজমেন্ট/মার্কেটিং বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪ এবং বিবিএ/ এমবিএতে সিজিপিএ ২.৫ বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

শিক্ষা শাখা [মেডিকেল]: এ পদের জন্য স্বীকৃত মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক পাস হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নূ্যনতম জিপিএ ৪ বা প্রথম শ্রেণি এবং ইন্টার্নশিপসহ এমবিবিএস উত্তীর্ণ হতে হবে।

শারীরিক যোগ্যতা:

প্রত্যেক শাখার পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও নারীদের ৫ ফুট ১ ইঞ্চি হতে হবে। ওজন পুরুষদের ক্ষেত্রে ৫০ কেজি ও নারীদের ৪৬ কেজি। বুকের মাপ পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি; নারীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

যেভাবে আবেদন:

অনলাইন ও সরাসরি- দুভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদনকারী ট্রাস্ট ব্যাংক মোবাইল মানির গ্রাহক হলে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মানুযায়ী ১৬২০১ নম্বরে একটি এসএমএস করতে হবে। এ ক্ষেত্রে টিবিএমএম অ্যাকাউন্টে নূ্যনতম ৭২০ টাকা থাকতে হবে।

সাক্ষাতকার:

আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর আগামী ৯, ১০ ও ১৩ অক্টোবর বিএন কলেজ ঢাকায় প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১৪ অক্টোবর উল্লেখিত কেন্দ্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবার আইএসএসবি পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। আইএসএসবি কর্তৃক নির্বাচিত প্রার্থীদের ঢাকা সেনানিবাসের বিএনএস হাজী মহসীনে আবারও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে। এর পর তাদের নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

বেতন-ভাতা:

নিয়োগপ্রাপ্তরা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন পাবেন। এর পাশাপাশি, দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ, বাসস্থান, সন্তানদের লেখাপড়ার সুবিধা, ডিওএইচএসে প্লট প্রাপ্তির সুবিধা, উন্নত চিকিৎসাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদানের সুযোগও পাবেন।

বিস্তারিত জানতে:

পরিচালক, পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা। ফোন: ৯৮৩৬১৪১-৯ বর্ধিত-২২১১, ২২১৪, ২২১৫।

সম্পাদনা: সাইফুল ইসলাম


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার

ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার