
মুম্বাই: সবার মতো তারকাদেরও এমন অতীত থাকে যেটি অনেকেই প্রকাশ করতে ভয় পান। নোংরা অতীতের কথা কেইবা বলতে চান। তবে এবার এমন কিছু বিষয় নিয়েই মুখ খুললেন বলিউডের সাহসী অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত।
এক অনুষ্ঠানে ‘কুইন’ অভিনেত্রী অকপটে নোংরা অতীতের কথা ফাঁস করলেন। বললেন, ‘আমি একসময় খুবই অলস ছিলাম। এবং গোসল করতে ঘৃনা করতাম। আমার বাবা-মা এ নিয়ে খুব বিরক্ত ছিল। সেসময় আমার জীবনে ভাল কিছুই ঘটেনি। আমার বন্ধু ছিল না। কোনো সুযোগও আমার কাছে আসেনি।’
নায়িকা আরো বলেন, ‘পরে আমি কর্মশক্তির বিভিন্ন দিক সম্পর্কে পড়তে থাকি। সেসময় আমি জানতে পারি কর্মশক্তির তিনটি ধরনের মধ্যে একটি পরিস্কার-পরিচ্ছন্নতা। যেটি সবচেয়ে উচ্চতর ধরণ। এটি সত্যি’
‘তবে স্বামী বিবেকান্দের কৌশল অবলম্বন করেই আমার জীবনের ধারা নতুন দিকে প্রবাহিত হয়। তখন থেকেই আমি গোসল করি, পরিচ্ছন্ন থাকি’ বলেও যোগ করেন ‘রাঙ্গুন’ অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসজি