নোট বাতিলের পরদিনই মোদির ফলোয়ার কমল তিন লাখ

পাঁচশো ও এক হাজার রুপির নোট বাতিল ঘোষণার পরদিনই টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিন লাখ ফলোয়ার কমে যায়। ৮ নভেম্বর নোট বাতিলের আকস্মিক সিদ্ধান্তে ভারতজুড়ে হইচই পড়ে যায়।
টুইটারের তথ্য মতে, নোট বাতিলের ঘোষণার পরদিন বুধবার মোদির ফলোয়ার কমে যায় তিন লাখ ১৩ হাজার তিনশো ১২ জন। তবে এর একদিন পরই আবার ফলোয়ার বাড়তে দেখা গেছে।
এদিকে, দেশটির কোটি কোটি মানুষ ছাড়াও বিদেশি পর্যটকরা নোট বাতিলের ঘটনায় ভোগান্তিতে পড়েছে। এ ভোগান্তির শিকার ফলোয়াররাই আনফলো করে দেন নরেন্দ্র মোদিকে। সূত্র: এনডিটিভির
গ্রন্থনা ও সম্পাদনা: তাহের