
ডেস্ক : ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্তকে নাটক বলে উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। এই ঘোষণার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগও দাবি করেন তিনি।
মমতা বলেন, টিভি চ্যানেল বন্ধ করে মোদি সরকার রাজনৈতিক জরুরী অবস্থা জারি করেছিল, এবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরো বলেন, এই সিদ্ধান্তে সাধারণ মানুষ অসুবিধায় পড়বে। যারা ইতিমধ্যে ব্যাংক থেকে ৫০০ ও ১০০০ রুপির নোট তুলেছেন তারা কীভাবে বাজার করবেন? কীভাবে চলাফেরা করবেন? সরকার যদি সত্যি কালো টাকা রুখতে চাইত তাহলে একটা প্ল্যান অব অ্যাকশান তৈরি করত। এমন হঠকারী সিদ্ধান্ত নিত না।
নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি দিয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে যে কয়েকশ কোটি কালো টাকা রয়েছে। সরকারের উচিত সেগুলো আগে ফেরত নিয়ে আসা।
গত মঙ্গলবারে রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
সম্পাদনা: জাবেদ