
ডেস্ক: সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী বিশ্বখ্যাত মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান পুরস্কার গ্রহণ করতে সুইডেন যাচ্ছেন না। বুধবার সুইডিশ অ্যাকাডেমি এ কথা জানিয়েছে।
সুইডিশ অ্যাকাডেমি জানায়, বব ডিলানের কাছ থেকে তারা একটি চিঠি পেয়েছে। সেখানে ডিলান উল্লেখ করেছেন, ‘বব ডিলান চিঠিতে লিখেছেন তিনি খুব সম্মানিত বোধ করছেন। সশরীরে এসে পুরস্কারটি গ্রহণ করার ইচ্ছা ছিলো তার। যাই হোক, আমরা তার নোবেল লেকচারের জন্য অপেক্ষায় থাকবো। ১০ ডিসেম্বরের অনুষ্ঠানের পর থেকে ছয় মাসের মধ্যে এই লেকচার দিতে হবে তাকে। নোবেল পুরস্কার প্রদানে এটাই আমাদের একমাত্র চাহিদা।’
এ বিষয়ে আগামী ১৮ নভেম্বর নতুন খবর দেবে সুইডিশ অ্যাকাডেমি। অবশ্য লেকচার দিতে ডিলানকে স্টকহোমে যাওয়ার প্রয়োজন হবে না। ২০০৭ সালে সাহিত্যে নোবেল জয়ী লেখিকা ডোরিস লেসিং একটি লেকচার লিখে সুইডিশ প্রকাশকের কাছে পাঠিয়ে দেন। তারা সুইডেনের রাজধানী এক অনুষ্ঠানে এটি পড়ে শোনায়।
তবে সুইডিশ অ্যাকাডেমি বব ডিলানের এ সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। প্রতিবছর ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার হস্তান্তর করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
এর আগে, গত ১৩ অক্টোবর সাহিত্যে নোবেল জয়ী ১১৩তম লেখক ও ২৫৯তম মার্কিনি হিসেবে বব ডিলানের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাঙালির পাশে দাঁড়ানোর জন্য বিখ্যাত সংগীত শিল্পী জর্জ হ্যারিসন ও রবি শংকরের সঙ্গে গান করেছিলেন ডিলান।
সম্পাদনা: শিপন আলী