
নোয়াখালী: নোয়াখালী প্রেসক্লাবের ১৯১৭-১৮ বর্ষের নির্বাচন ২৯ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর ২০১৫-১৬ বর্ষের নির্বাহী পরিষদ কর্তৃক আয়োজিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ইতোমধ্যে নির্বাচন কমিশন নিয়োগ, মনোনয়নপত্র সংগ্রহ, মনোনয়নপত্র দাখিল এবং বাছাই শেষ হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভোটার তালিকা চূড়ান্তকরণের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনে মোট ১১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনকে সামনে রেখে গত ২১ ডিসেম্বর সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত প্রার্থীরা পদসমূহে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল। একই দিন বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হয়।
সূত্র জানায়, বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকায় সভাপতি পদে বখতিয়ার শিকদার (বাংলাদেশ বেতারা), নুরুল আমিন (বাংলা ভিশন); সহ-সভাপতি পদে মনিরুজ্জামান চৌধুরী (দৈনিক সংবাদ), শাহ্ এমরান ওসমান সুজন (সোনালী জমিন), মেজবাউল হক মিঠু (ইউএনবি); সাধারণ সম্পাদক পদে নিজাম উদ্দিন পিন্টু (মাছরাঙা টেলিভিশন), জামাল হোসেন বিষাদ (বৈশাখী টেলিভিশন); সহ-সাধারণ সম্পাদক পদে সাইফুল্যাহ্ কামরুল (সময় টিভি), আকবর হোসেন সোহাগ (বাংলাদেশ প্রতিদিন), আবদুস শাকুর হান্নান (দৈনিক বর্তমান)।
কোষাধ্যক্ষ পদে অমৃত লাল ভৌমিক ওরফে সুমন ভৌমিক (দৈনিক বণিক বার্তা); সাহিত্য, সংস্কৃতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আকাশ মোহাম্মদ জসিম (দৈনিক দিশারী); ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে আবদুর রহিম বাবুল (এস.এ টিভি); নির্বাহী সদস্য পদে আনোয়ারুল হক আনোয়ার (দৈনিক ইনকিলাব) ও গিয়াস উদ্দিন ফরহাদ (দৈনিক জনকণ্ঠ) এর নাম প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে কোষাধ্যক্ষ পদে একজন; সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একজন; ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে একজন হওয়ায় এই তিন পদে কোনো নির্বাচন হবে না।
নির্বাহী সদস্যের পদে তিনজন নির্বাচন করার কথা থাকলেও মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র দুইজন। তারপরও প্রথম ও দ্বিতীয় সদস্য নির্ধারণের জন্য ওই পদে নির্বাচন হবে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্লাহ্ বলেন, ক্লাবের সাংগঠনিক নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত যেসব পদে একের অধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি সেগুলোতে নির্বাচন হবে না। এ ছাড়া যেসব পদে কোনো প্রার্থী নেই সেগুলো নতুন কমিটি কো-অপট্ করবে।
তিনি আগামী ২৯ ডিসেম্বর ঐতিহ্যবাহী নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে শেষ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ