
ঢাকা: দেশের ৫৩টি নৌপথের উন্নয়নে সমীক্ষা পরিচালনা ও খননের জন্য বিশ্বব্যাংকের ‘সর্বাত্মক’ সহযোগিতা কামনা করেছেন নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান। বুধবার রাজধানীর এক হোটেলে ‘অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা উন্নয়ন’ শীর্ষক ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএ’র পরিচালক (পরিকল্পনা) মো. সেলিম বক্তব্য রাখেন, সমীক্ষা প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের দলনেতা থিউন এলজিংগা বক্তব্য রাখেন।
পরে মন্ত্রী বলেন, নৌপথে যাত্রী ও পণ্য নিরাপদে পরিবহণের লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নৌপথ খননের ওপর গুরুত্ব দিয়ে সরকারের গত মেয়াদে ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে এবং বর্তমান মেয়াদে ২০টি ড্রেজার সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।’
ওয়ার্কশপে বিভিন্ন দপ্তর ও সংস্থার শতাধিক প্রতিনিধি অংশ নেন।
উল্লেখ্য, নৌপথের নাব্যতা উন্নয়নে সমীক্ষা চালাচ্ছে নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হচ্ছে। সাথে আছে ভিনদেশী আরো দুটি পরামর্শক প্রতিষ্ঠান। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বিআইডব্লিউটিএ সম্ভাব্য বিনিয়োগের সুযোগ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে