
ঢাকা: ন্যূনতম বেতন ১০ হাজার টাকা নির্ধারণ, নতুন মজুরি এবং বেতনকাঠামো ঘোষণাসহ ১৫ দফা দাবিতে দেশব্যাপী নৌ-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সোমবার রাত ১২টা থেকে ঢাকার সদরঘাট থেকে কোনো রুটেই নৌযান চলাচল করছে না বলে জানান বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ।
ধর্মঘটের কারণে চাঁদপুর, বরিশাল, বাগেরহাটসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীবাহী ও মালবাহী জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়েছে। নৌ-শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা জানান, দাবি মেনে নিতে সরকার ও মালিকপক্ষকে সময় বেঁধে দেয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত তাদের এ অনির্দিষ্টকালের কর্মসূচি চলবে।
শ্রমিকদের দীর্ঘদিনের দাবি না মানায় ধর্মঘট কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগ্রাম পরিষদ। অন্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্নির্ধারণ, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ এবং নদীর নাব্যতা রক্ষাসহ বিভিন্ন দাবি।
প্রতিবেদন: মাহতাব শফি, সম্পাদনা: সাইফুল ইসলাম