
ব্রাজিল: রিও অলিম্পিকের আসরে বেশ খোশমেজাজেই রয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে তিনি চমকে দিচ্ছেন অনেককেই। মঙ্গলবার তিনি ট্রেনিং ক্যাম্পে ডেকে নিয়েছিলেন তার খুদে ভক্তদের। আর এবার নিজেই চলে গেলেন ব্রাজিলের নৌ-সেনাদের সঙ্গে দেখা করতে।
বুধবার বোল্ট ব্রাজিলের নৌ-সেনাদের সঙ্গে দেখা করতে গেলে তাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান নৌবাহিনীর জওয়ানরা। তাদের সঙ্গে ছবি তুলে সেগুলো নিজের টুইটারেও পোস্ট করেছেন বোল্ট। জওয়ানদের সম্পর্কে তার মন্তব্য ছিল, ‘ওদের (নৌবাহিনী সেনা) পরীক্ষা নিতে যাবেন না।’
সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান বোল্ট। সকলের সঙ্গেই কথা বলেন। তার সঙ্গে দলের আরও দুই স্প্রিন্টার আসাফা পাওয়েল এবং ইয়োহান ব্ল্যাকও ছিলেন। পাওয়েলও নৌ-সেনাদের সঙ্গে ছবি তুলেছেন। তিনি বলেন, ‘অনুশীলনের ফাঁকে এই আউটিং মনকে আরও সতেজ করে দিয়েছে।’
বোল্টদের সঙ্গে সময় কাটিয়ে বেশ উচ্ছ্বসিত ব্রাজিলের নৌ-সেনারাও। নৌবাহিনীর প্রধান লুইজ সারানো বলেন, ‘এটা জীবনের সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই মুহূর্তে ব্রাজিলে পেলের চেয়েও বেশি জনপ্রিয় বোল্ট। ওর ব্যবহারে আমরা মুগ্ধ। বোল্টের সঙ্গে কথা বলার পর সেনাবাহিনীও বেশ চনমনে হয়ে উঠেছে।’
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ