
ঢাকা: ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড (এনএফএল)এর শেয়ারহোল্ডারদের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতে (এজিএম) হয়েছে। শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এজিএমটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনএফএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান ভুঁইয়া। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, ইনামুল হক খান, পরিচালক মিসেস রওশান আক্তার, আসিফ জহির, মারুফ আক্তার মান্নান, আরিফা কবির, ফাহিমা মান্নান, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম সারওয়ার ভূঁইয়া এবং কোম্পানি সেক্রেটারি নাজমুল করিম।
এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানির শেয়ারহোল্ডারগণ। সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচালক মণ্ডলীর প্রতিবেদন এবং ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী শেয়ারধারীদের উদ্দেশে তুলে ধরেন।
চেয়ারম্যান ইনামুল হক খান বলেন, বর্তমান সময়ে এনবিএফআইদের মধ্যে তীব্র প্রতিযোগীতা থাকা সত্ত্বেও এনএফএল তাদের ব্যবসায়িক লক্ষ্য, উন্নতি এবং মুনাফা বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। ২০১৫ সালে কোম্পানিটির পরিচালনা আয় ৪৪.৭২% বৃদ্ধি পেয়েছে এবং ২০১৫ সালে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭,৮১১.৫৭ মিলিয়ন যা বিগত বছরের চেয়ে ২৩.৩৭% বেশি। চলতি বছরে কর পূর্ব মুনাফার পরিমাণ (পিবিটি) ১৭.৬৭% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৭৩.৫৪ মিলিয়ন টাকায় এবং উক্ত বছরে শেয়ার প্রতি আয় দাঁড়ায় (ইপিএস) ১.০৭ টাকা।
সভায় তিনি কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন, ঋণ পণ্য বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ, এসএমই ও মাইক্রো এন্টারপ্রাইজ অর্থায়ন এর উপর আরো মনোযোগী হওয়া এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শাখা খোলার জন্য তিনি পরামর্শ দেন। শেয়ারহোল্ডারগণ এ সময় পরিচালক মণ্ডলীর প্রতিবেদন এবং ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর উপর আলোচনায় অংশ নেন। সভায় শেয়ারহোল্ডারগণ ক্রমবর্ধমান ব্যবসায়িক সাফল্য, দক্ষ ব্যবসা পরিচালনা, অর্থনৈতিক দূরদর্শিতা জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই