Monday, August 29th, 2016
নড়াইলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘সুলতান উৎসব’
August 29th, 2016 at 12:54 pm
নড়াইলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী  ‘সুলতান উৎসব’

নড়াইল: গত ১০ আগস্ট ছিল বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী। তার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩০ আগস্ট নড়াইল সরকারি  ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে শুরু হবে তিন দিনব্যাপী ‘সুলতান উৎসব’।

সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবে আর্টক্যাম্প, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র  প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় এই উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি হেলাল মাহমুদ শরীফ।

সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ জানান, সুলতান উৎসব’ বর্ণাঢ্য আয়োজনে সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিদিন  সন্ধ্যায় শিল্পী সুলতানের জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনা সভার পাশাপশি রয়েছে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা চলবে গভীর রাত পর্যন্ত। তিন দিনব্যাপী সুলতান উৎসব উপলক্ষে চিত্রশিল্পীর পূণ্যভূমি নড়াইল সেজেছে অপরূপ সাজে। এ উৎসবে কোলকাতা আর্ট কলেজের অধ্যক্ষ প্রফেসর সুমন পালসহ বেশ কয়েকজন বরেণ্য চিত্রশিল্পী উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

আগামী ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা আড়াইটায় চিত্রা নদীতে নারী এবং পুরুষ প্রায় ১৫টি  দলের আকর্ষণীয় নৌকা বাইচ অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজন কমিটি। এছাড়া ‘সুলতান উৎসব’-এ এবার গ্রামীণ কুটির শিল্পসহ বিভিন্ন পণ্যের ৭৫টি স্টল বসেছে।

প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: শিপন আলী


সর্বশেষ

আরও খবর

ফেসবুক ভেরিফাইড হলেন আলতামিশ নাবিল

ফেসবুক ভেরিফাইড হলেন আলতামিশ নাবিল


জাতীয় গ্রন্থকেন্দ্রে আলতামিশ নাবিলের ‘লুমিয়ের থেকে হীরালাল’

জাতীয় গ্রন্থকেন্দ্রে আলতামিশ নাবিলের ‘লুমিয়ের থেকে হীরালাল’


দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা

করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা


পাথর সময় ও অচেনা বৈশাখ

পাথর সময় ও অচেনা বৈশাখ


৭২-এর ঝর্ণাধারা

৭২-এর ঝর্ণাধারা


বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’

বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’


নাচ ধারাপাত নাচ!

নাচ ধারাপাত নাচ!


ক্রোকোডাইল ফার্ম

ক্রোকোডাইল ফার্ম


সামার অফ সানশাইন

সামার অফ সানশাইন