নড়াইল ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাকিব (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দিঘলিয়া দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, দিঘলিয়া দক্ষিণ পাড়ায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন একদল লোক। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এর একপর্যায়ে রাকিব গুলিবিদ্ধ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ডাকাত রাকিবের নামে লোহাগড়া, নড়াইল সদর ও গোপালগঞ্জের কাশিয়ানী থানায় অন্তত ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই