
ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি।
শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতি চেয়েছিলো বিএনপি। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিএনপিকে বলা হয়েছে, ওই দিনে একই স্থানে অন্যান্য রাজনীতিক দলও সমাবেশ করতে চেয়েছে। তাই সার্বিক দিক বিবেচনা করে বিএনপিকে সেখানে সমাবেশ করতে দেয়া হচ্ছে না।
তাই এর বিকল্প হিসেবে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি।
এর আগে বৃহস্পতিবার এক আলোচনায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, ‘৭ কিংবা ৮ যে দিনই অনুমতি পাই সেদিনই সমাবেশ করা হবে।’
ঐদিন রাতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কাউকে সমাবেশ করার অনুমতি দেয়া হবে না।
ডিএমপির এমন সিদ্ধান্ত ঘোষণার পর শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টির কড়া সমালোচনা করে সরকারকে একদলীয় শাসনব্যবস্থা কায়েমকারী বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব