
পঞ্চগড়: জেলায় প্রথম বারের মতো অনলাইন ভিত্তিক ভ্রাম্যমাণ আদালত (ই-মোবাইল কোর্ট) পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার দুপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মুল্যে পোশাক বিক্রির দায়ে পালকি নামের একটি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানকে পাচঁ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত জানান, পঞ্চগড় শহরের সেন্ট্রাল প্লাজায় পালকি নামের ওই পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান কোনো প্রকার মূল্য তালিকা ছাড়াই মেয়েদের লেহেঙ্গা, শিশুদের পোশাক ও ছেলেদের পাঞ্জাবি নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ মূল্যে বিক্রি করছিল। ভ্রাম্যমাণ আদালতে তা প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
পঞ্চগড়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক হাসান আল মারুফ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম জানান, পঞ্চগড়ে এই প্রথম বারের মতো অনলাইন ভিত্তিক ভ্রাম্যমাণ আদালত (ই-মোবাইল কোর্ট) পরিচালনা করা হলো। এই আদালত পরিচালনার সঙ্গে সঙ্গেই সরকারের নির্ধারিত সার্ভারে যাবতীয় তথ্য আপলোড করা হয়। তাই ই-মোবাইল কোর্টে কোনো মহলের সুপারিশের সুযোগ থাকবে না।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমআই