পঞ্চগড়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়: নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পঞ্চগড়ে। রোববার দুপুরে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের রাজনগর কমিউনিটি সেন্টারে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবু। এ সময় অন্যদের মধ্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সহ-সভাপতি আব্দুল কাদের মাসুম, সহ-সভাপতি আনোয়ার হোসেন তাপস ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করে ছাত্রদলকে এগিয়ে নেয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
প্রতিবেদক: মো. লুৎফর রহমান (পঞ্চগড়), সম্পাদনা: ইয়াসিন