
পঞ্চগড়: পঞ্চগড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের সচেতন করতেই এই মানববন্ধনের আয়োজন করে জাতীয় মহিলা সংস্থা পঞ্চগড় শাখা।
রোববার সকাল ১১ টায় পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সরকারি–বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, নারীনেত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও জাতীয় মহিলা সংস্থা পঞ্চগড়ের সভাপতি রেজিয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার প্রমূখ।
এ সময় বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখতে সর্বস্তরের জন সাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিটি পরিবারে মায়েদেরকেও সচেতন হওয়ার আহ্বান জানান।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসআই