পঞ্চগড়ে জঙ্গিবাদ-মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা

পঞ্চগড়: ‘জঙ্গি-মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ের জনপ্রতিনিধি, কাজী ও ইউডিসি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পুলিশ লাইনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য পঞ্চগড় পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা।
এ সময় বক্তারা জঙ্গিবাদ ও মাদক দমন ও বাল্য বিবাহ রোধে জনপ্রতিনিধি, কাজীসহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় পঞ্চগড়ের সকল ইউনিয়ন, পৌরসভার জনপ্রতিনিধি, ইউডিসি উদ্যোক্তা, কাজী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মো. লুৎফর রহমান (পঞ্চগড়), সম্পাদনা: জাহিদ