
পঞ্চগড়: জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের জন্মদিন ‘শুভ জন্মাষ্টমী’ উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল ও জেলা পুলিশ সুপার গিয়াস আহমদসহ বিভিন্ন সরকারি বে-সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সনাতন ধর্মালম্বী ভক্তরা অংশ নেন।
পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিমল কৃষ্ণ চক্রবর্তী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম আযম, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কানাই লাল কুন্ডু, জেলা জাসদের সভাপতি আব্দুল মজিদ বাবুল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপেন চন্দ্র রায়, মন্দির ভিত্তিক শিশু ও গণ্য শিক্ষা কার্যক্রম পঞ্চগড়ের সহকারী পরিচালক নিরঞ্জন কুমার বর্মন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অর্জুন কুমার ভৌমিক, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মন।
আলোচনা সভায় বক্তারা সৃষ্টের লালন ও দুষ্টের দমনে শ্রী কৃষ্ণের আবির্ভাব দিবসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধি-মো. লুৎফর রহমান, সম্পাদনা-ময়ূখ ইসলাম