
পঞ্চগড়: পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসনসহ বিভিন্ন স্তরের মানুষ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে একটি শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রশাসন, মুক্তিযোদ্ধা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। এ সময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ গ্রহণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মী প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সোমবার দুপুরে পঞ্চগড় শহরের শ্রী শ্রী মা আনন্দময়ী কালী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পঞ্চগড় জেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অনিমেষ সরকার, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিপেন চন্দ্র রায়, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র রায়, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক নিরঞ্জন কুমার বর্মন, রবেন্দ্রনাথ বণিক ও জিতেন্দ্রনাথ বণিক।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস