
পঞ্চগড়: বই উৎসবে এই প্রথম পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসা ও রাজমহল উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রায় ৭০০ শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পঞ্চগড় জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। এ সময় ছিটমহল আন্দোলন নেতা মফিজার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এবার জেলার প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ী, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে ২ লাখ ৭৪ হাজার ২৩৩ জন শিক্ষার্থীর হাতে নতুন বছরে নতুন বই তুলে দেয়া হয়।
মো. লুৎফর রহমান (পঞ্চগড়), সম্পাদনা: জাহিদ