
পঞ্চগড়: জেলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তুতি রানী (১০) ও রহিমা বেগম (১০) নামে ওই দুই শিশুকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়।
সোমবার দুপুরে সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের ছবারভিটা গ্রামে এই ঘটনা ঘটে। তুতি রানী ওই এলাকার জয়কুমারের মেয়ে এবং রহিমা বেগম একই এলাকার হাসিবুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে তুতি রানী ও রহিমা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায় তারা। এ দৃশ্য দেখে তাদের একজন সহপাঠী দৌড়ে গিয়ে তুতি রানী ও রহিমার বাবা মাকে বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে অনেক খোঁজাখুজির পর পুকুরের তলদেশ থেকে তাদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে দুইজনেরই মৃত্যু হয়।
কামাত-কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহার আলী পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজনেক্সটবিডি.কম/প্রতিনিধি/এসএনডি/জাই