
পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে হাবিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় হাসি আক্তার নামে এক স্কুল ছাত্রী আহত হয়েছেন। তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনগ্রামে ও টুনিরহাট কলেজপাড়ায় বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর ওই এলাকার মৃত খসিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে বজ্রসহ মুশলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হলে ঘরের বারান্দায় বসেছিলেন হাবিবুর রহমান। এ সময় হঠাত্ বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। এদিকে বজ্রপাতে কামাত কাজলদিঘি ইউনিয়নের টুনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাসি আক্তার গুরুতর আহত হন। তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বজ্রপাতের সময় বাড়ির গৃহস্থলির কাজ করছিল।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মমিনুল ইসলাম বজ্রপাতে ওই বৃদ্ধের মৃত্যু ও স্কুল শিক্ষার্থীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/টিএস