পঞ্চগড়ে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

পঞ্চগড়: জেলার তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে তেঁতুলিয়ার তিরনইহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজিমুল ওই এলাকার আবু তাহের ছেলে এবং শাহরিয়ার একই এলাকার হায়দার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তিরনইহাট ইউপি’র হাকিমপুর গ্রামের একটি পুকুরে কয়েকজন মাছ ধরছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় আজিমুল হক (৩৫)। গুরুতর আহত অবস্থায় শাহরিয়ার (১১) এক শিক্ষার্থীকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র রায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন- লুৎফর রহমান, সম্পাদনা-ময়ূখ ইসলাম