
পঞ্চগড়: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় ৭১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির সভাপতি রেজিয়া ইসলাম, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক কে এ দিলখুশা প্রধান বিপ্লবী, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কানিজ ফাতেমা প্রমুখ।
এ সময় বক্তারা নারী উন্নয়নসহ ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পরে তারা গণহত্যা দিবস উপলক্ষে কালো ব্যাজ ধারণ, শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পন ও মোমবাতি প্রজ্জ্বলনসহ নানা কর্মসূচি ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রেজিয়া ইসলামকে সভাপতি ও কে এ দিলখুশা প্রধান বিপ্লবীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।
প্রতিবেদক: মো. লুৎফর রহমান, সম্পাদনা: ইয়াসিন